সাতে পাঁচে কবিতায় সৌমেন গুহ রায়

ভাটাতে জীবন

এমন নয় যে প্রিয় ও বিপজ্জনক শব্দদের আমি চিনি না
প্রতিবেশী হিসেবে উজ্জ্বল এবং অনুগত কিছু বর্ণমালা
অস্বীকার করবো
এমন অকৃতজ্ঞ আমি নই
তবু ও রক্তের ভিতর খেলা করে এক অস্ফুট উচ্চারণ
সে আমার দায় ও উত্তারাধিকার
এরপরেও আমার লজ্জিত ও পরিত্যক্ত পূর্বপুরুষেরা
কারন অভিজাতদের জন্য আলাদা বারান্দা
আমার স্বজন ও উত্তর পুরুষেরা অনেক সহজ ও সাবলীল
সেই ঔপনিবেশিক বৈচিত্রেই সময়ের আলাপন ও আলিঙ্গন
এমন নয় যে নামহীন বুদ্বুদের মতো আমাদের ভাষা ও ঐতিহ্য সব
শুধু ভালবাসার জলছাপটাই লাগলো না কিছুতেই
এক ভাঙ্গা মহালে দাঁড়িয়ে দেখছি
কি ভাবে উপড়ে যাচ্ছে আমাদের শিকড় শুকিয়ে যাচ্ছে জল ও মাটি রোজ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।