কবিতায় শাওন গুলমোহর

বাঁচাতে শেখ প্রিয়
আজকে যারা সেঁকছো আগুন,
পরের ঘরের চাল পুড়িয়ে,
একদিন তোমায় দিতে হবে মাশুল,
পরবে না ফাঁক শেষ বিচারের
কাঠ গোড়াতে।
ঠকছো যারা দিনে রাতে,
কাছের দূরের মানুষের থেকে,
ভরসা তোমার হারিয়ো নাকো,
তোমার কর্ম তুমি করতে থাকো।
মানুষ চেনো মানুষ চেনো,
ভয় পেওনা এগিয়ে চলো,
একা একা বাঁচতে শেখো প্রিয়,
বাঁচার আনন্দেই বেঁচে চলো।।