কবিতায় বলরুমে সৌম্য গাঙ্গুলী (আদিত্য সেন)

নিগূঢ় প্রেম
সুখের সন্ধান চেয়েছো তুমি
হৃদয় দিয়ে মুক্ত হস্তে করেছি তার পূর্ণতা।
মুক্তির স্বাদ যে অসীম
পেয়েছো কি তার ওই উষ্ণতা?
শব্দ গুলো যখন অথৈ জলে
তখন এপাড় ভেঙে আর ওপাড় গড়ে
স্বাধীনচেতা মন তোমার
বাঁধন হারা এক সুন্দর ছেঁড়া পাতা আমার কবিতা
একতারা সুর বেঁধেছি সমীরণের
ভেসে যাওয়া বৈরিতার ঘরে।
তোমার ওই উষ্ণ হৃদয়ে যখন মন ছুঁয়েছি
তোমার চোখের মায়ায়
হৃদয় আমার প্লাবিত হয়েছে
আবেগী মন আমার হয়েছে রঙিন
নিগূঢ় প্রেমের আলপনায়
হৃদয়ের অন্তরালে কালি দিয়ে লিখেছি কবিতা।
হিয়ার ভিতর প্রেমের দিয়া জ্বেলে
নিকোটিনের নীলবিষ আমার
শিরায় উপশিরায় যাচ্ছে ছড়িয়ে।
স্বপ্নগুলো বারেবারে বাধা পায়
কুয়াশায় হারিয়ে যাই আমি
ধ্রব মেঘে।
তবুও আমি স্বপ্নঘুড়ি উড়াই
শুভ স্বপ্নের সন্ধানে।
তুমি নিঝুম বিকেলে চিলেকোঠার ছাদে এসো
পত্রটা ধরে নিও
লাটাইয়ের সুতোয়।