মায়ার শিকল
গ্রামের নাম বুদ্ধগয়া এবং ভগবান বুদ্ধ যে গাছের নিচে বসে বোধিত্ব লাভ করেছিলেন, সেই অশ্বত্থগাছের নামকরণ করা হয়েছে বোধিবৃক্ষ। বোধিবৃক্ষ এবং মন্দির ছাড়া এখানে একটি দীঘির নাম সুজাতা দিঘি। কথিত আছে। এই দিঘির জলে স্নান করে বুদ্ধদেবকে পায়েস নিবেদন করেছিলেন সুজাতা। শরীরকে কষ্ট দিয়ে সাধনায় সিদ্ধিলাভ করা অসম্ভব একথা বুদ্ধদেব বলতেন। আমাদের গাইড বন্ধু ঘুরে ঘুরে সমস্ত স্থান দেখালেন এবং ঐতিহাসিক বিবরণ দিলেন। আমরা চুপ করে গোগ্রাসে গিলে ফেললাম ইতিহাসের কথা,ভগবান বুদ্ধের কথা।
লজে ফিরে আমার স্ত্রী সোমা বললেন, সিদ্ধার্থের স্ত্রী মাথার চুল বিছিয়ে দিয়েছিলেন মায়ার শেকলের মত,তাঁকে সংসারে বেঁধে রাখার জন্য।
আমি বললাম, ভগবান মায়ার শেকল ছিন্ন করে সংসার ছাড়লেন। তাই তো মানুষের জন্য কাজ করতে পারলেন।সবাই এ কাজ পারেন না।
সোমা আবার বললেন, তাহলেও তাঁর স্ত্রী র কষ্টের কথা একটু ভাবুন…
আমি আর আমার বন্ধু রাজু নিরুত্তর হয়ে রইলাম কিছুক্ষণ…