T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় সন্দীপ গাঙ্গুলী

ফটোগ্রাফ
অচেনা বসন্তে ঘিরে থাকে নীল রং
দোপাটি অপরাজিতার পাতায় ছুঁয়ে থাকে উষ্ণায়ন
রাত জাগা দূরত্বে ডুবে যায়
অবুঝ মাঠের সবুজ ঘাস,
বুড়ো শালিকটা একমাত্র সুখী
তার হিল্লোলে একছুটে হারিয়ে যায় আমার মনখারাপ।
রোদেলা চৌকাঠে জলছবির আনাগোনা
নয়নতারা ছায়া ফেলে আমার বিগত যৌবনে,
নির্লজ্জ ভালবাসা আমায় আমন্ত্রণ করে
আবেশ মাখা দীঘির পারে,
কালি কলমের কুচকাওয়াজে
আঁচর কাটে কিছু শব্দহীন যন্ত্রণা….
“অভি দা তুমি এখন কেমন আছো?”
আর্তনাদে ভেসে যায় আমার সাঁঝবেলার সাতকাহন।।