বাঘ তো মাংস খায়, জোর করে প্রাণীকে মেরে।সে ঘাসের মর্ম বোঝে না। বাগান চেনে না। কোন ফুলের কেমন সুগন্ধ তাও জানে না।
মিতা যত্ন করে তার বাগান সাজায়। কতরকম ফুলে ভরে যায় উপোসি বাগান। হিংস্র,বলবান বাঘ পাতা খেতে জানে না।
তাকিয়ে থাকে লালারসে সিক্ত হয়ে। কেড়ে খাওয়া তার ধর্ম।হিংসা তার কর্ম।
তারপর একদিন মিতার বাগানে ঢোকে বিজ্ঞ তৃণভোজী রসিকনাগর। সাজানো বাগান সযত্নে চিবোয় মনের সুখে।
রসিক জয়ি হয় যুগে যুগে…
২| কোভ্যাক্সিন নেওয়ার দিন
করোনা নিয়ে কড়াকড়ি পার হলে টীকা নিয়ে টুকিটাকি খবর নিলাম। কড়া পাহারায় কাড়াকাড়ি করে টীকা নেওয়ার পরে বাইরে বেড়িয়ে দেখি চটি নেই। ভিড়ের মাঝে চটি নিয়ে চটাচটি করে বাইরে ভ্যানের জন্যে ভ্যানভ্যান করে বাড়িতে এসে বাড়াবাড়ি হল পেটের সমস্যা নিয়ে। পেটের জন্য পটাপট ওষুধ খেয়েও পটি সারতে কয়েকদিন সময় লাগল। এখন বাসায় বসেবসে বসের সঙ্গে কথা বলি।