T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় সুমা গোস্বামী

একটি আটপৌরে কবিতা
কলম যখন আমার বহতা নদী
কবিতা হয়ে যায় স্রোতস্বিনী।
পাঁচ আঙ্গুলের বাঁধনে বাঁধতে পারিনা ওকে,
ছল ছল কল কল স্বরে সে বয়ে যায়।
কবিতার শব্দ ছুঁয়ে
হেসে ওঠে প্রতিটি প্যারা।
ঘরের কাজ শেষে
ঝিমানো রাতের অন্ধকারে
উল্টে পাল্টে নেওয়া শব্দমালায়
গড়ে ওঠে আমার এক একটা কবিতা।
আমার ভালোলাগা ভালোবাসার অনুভূতিগুলো
একটা একটা করে বুনট বাঁধে
আমার কবিতার হৃদয় জুড়ে।