T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় সপ্তর্ষি গাঙ্গুলি

অভিলাষী চিত্ত
বেহায়া মন কতশতবার গেছে ছুটে অজান্তেই তোমার কাছে,
মুখ ফুটে পারিনি তবু সে কথা বলতে; দূরে সরে যাও পাছে।
চরম সংকটেও থেকেছি পাশে; চেয়েছি হতে তোমার প্রমুখ ভরসা,
কখনওবা আমারই হতাশার কালোমেঘ তোমার জীবনে নিয়ে এসেছে বয়ে অকাল বরষা।
হৃদয়ের অলিন্দেই সযতনে নিয়েছি রচে তোমার রূপলাবণী এক মূর্তি,
অপলক নয়নে শ্রাবণের ধারার মত দেখেছি পড়তে ঝরে তোমার অবারিত স্ফূর্তি।
তোমার হৃদকাননে যখনই চেয়েছি ফোটাতে চিরবসন্তের ফুল,
ঘিরেছে সংশয়; এই বুঝি নিজের মুখেই তুমি দিলে ভেঙে মনের নিদারুণ ভুল।
কখনোই তুমি চাওনি বুঝতে কি চায় আমার এ অবুঝ মন!
তোমার হাতে হাত রেখেই তবু কাটাতে চাই সারাটি জীবন।