T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় সন্দীপ গাঙ্গুলী

উত্তরণ

আমার অপ্রেমের সন্ধ্যার ক্যানভাসে
কোজাগরীর চাঁদের মতো
ভেসে আসে দলছুট কবিতারা
কিছু এলোমেলো সরলরেখাকে
আয়তক্ষেত্রে পরিণত করে কবিতা
মৃত্যুর মিছিল যখন দাবানলের উল্লাসে
ছড়িয়ে পড়ে আমার স্মৃতিপথে
তখন বৃষ্টিভেজা এক নিবিড় মুহূর্তে
আমায় আলিঙ্গন করে কবিতা
উত্তপ্ত শহর যখন থমকে থাকে
পিচগলা সড়কে
তখন ক্লান্ত ওষ্ঠের শ্রান্ত চুম্বনে
আমায় শান্তি দেয় কবিতা
আমার নিজস্ব বনসাই ভালবাসাগুলোকে
সম্পৃক্ত করে মনের কোণে
জমে থাকা কবিতার বাষ্পধারা….

Spread the love

You may also like...

error: Content is protected !!