T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় শর্মিলা ঘোষ

বাংলাভাষা

ধমনী আমার কেটে দেখো
রয়েছে বাঙালিয়ানা
বাংলা আমার মাতৃভাষা
ছিঁড়েছি মৃত্যুর পরোয়ানা;
কেউ কি আছো এখনো
বুকে গুলি খেতে পারো!
মাতৃভাষা মায়ের সমান
সশব্দে উচ্চারণ করো;
ভাষায় বেঁচেছি দুদেশে যারা
পারো তো ভাষায় মরো
ধর্মের কাঁটাতার ছিঁড়ে
ভাষায় দুনিয়া গড়ো;
অমর একুশে চেতনা
অমর একুশে জীবন
একুশের জন্য শহীদ বাঙালি
করেছে মাতৃমুক্তি পণ;
এই ভাষাতেই কাঁদা হাসা
এই ভাষাতেই গান
বাংলা বললেই মনে হয় যেন
বসুন্ধরার কলতান;
শ্রদ্ধাবনত বার বার হই
এইতো বাঙালির উৎসব
ভাষায় প্রকাশ মনের কথা
করো বাংলায় কলরব।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।