T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় সপ্তর্ষি গাঙ্গুলী

সবুজ সংকীর্তন
মানবজাতি প্রগতির অছিলায় ধরণীর বুক হতে
চলেছে করে সবুজের যথেচ্ছ উৎসারণ,
তাদের মেকি শিক্ষার ঔদ্ধত্যই হবে একদিন
এই মানবসভ্যতা বিলোপের কারণ।।
বনানীর ডাকে সাড়া দিয়ে মেঘ গাগরি ভরে
স্বস্তির উদক আনত বয়ে,
রূঢ় নিসর্গ ছেড়ে এখন সে নিরুদ্দেশের ঠিকানায়
দিয়েছে পাড়ি বুকভরা অভিমান লয়ে।।
যেদিকে যায় দুচোখ শুধু আছে পড়ে দেখি
ইঁট কাঠ বালি আর সিমেন্টের স্তূপ।
এ ধরণী ক্রমেই যেন চলেছে হতে
আলো বাতাস রহিত এক অন্ধকূপ।।
বসুন্ধরাকে নববধূরূপে সাজিয়ে তুলতে আজ তাই
আমাদেরই নিতে হবে দৃঢ় সংকল্প।
আগামি প্রজন্মের অস্তিত্ব সংকটমোচনে
এহেন উদ্ভাবনীয় চিন্তনের উন্মেষ নির্বিকল্প।।