কবিতায় সোনালী ঘোষ

‘মেঘে মেঘে বেলা’
এই সব দিনে, ইশারায় ডাকে মেঘ, হলুদ ট্যাক্সি ও যায় চলে।সারাবেলা বসে আছি এই ভেবে যদি অতীত ওঠে কেঁপে আমাকে খুঁটে নেবে কোনো এক বল্মীক, তোমার ঠোঁটের চেয়েও নরম মিথ্যে আমি রেখেছি গুছিয়ে।বর্ষার গানে বিঠোফোনে নেবো সুর আর দূরতম নির্জন ঘোড়ামারা দ্বীপে দুকূল ছাপিয়ে পড়া এতখানি ভালোবাসা, তুমি কি সুরঞ্জনার প্রেমিকের চেয়েও তীব্র হবে খুব?