ক্যাফে গল্পে সুদীপ ঘোষাল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
দাতা
তিনি আসছেন।বিখ্যাত লোক ।তিনি না খেতে পাওয়া লোকেদের সভা শুরুর আগে খাওয়ান।তার ভক্তরা সেইসব বাছা বাছা উপোসি লোকেদের বেছে এনে প্যান্ডেলের সামনে বসাচ্ছেন। অনেক অভুক্ত মানুষ, সারি দিয়ে বসে আছেন।তিনি এলেন।অভুক্ত মানুষকে ভাত দিলেন। ভক্তরাও ভাত দিলেন।সবাই মহান পুরুষকে দেখলেন।
তারপর তিনি স্টেজে উঠলেন। কত প্রতিশ্রুতি দিলেন। জনগণ গণদেবতাকে হাততালি দিয়ে বরণ করলেন।
মাত্র একদিন ভাত খাওয়া, চিরউপোসি লোকগুলো , ভোটে তাঁর জয় নিশ্চিত করে দিলেন।
এখন তিনি মন্ত্রি হয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত…