কবিতায় সুমিতাভ ঘোষাল

প্রেম দিবসের কবিতা

আজ বিকেলের মন খারাপের ধুলো
কি করে যে ছড়িয়ে যাচ্ছে হাওয়ায়
ধুলো আমার কলার ধরে টানে
হ্যাঁচকা টানে অতল খাদে নামায়

অতল খাদে স্মৃতির ঝলকানি
ভ্যালেন্টাইন্স ডে ছিল না তখন
সরস্বতী পুজোই ছিল কাফি
মিলি প্লাস পাশের বাড়ির তপন

আজ বিকেলে রেঁস্তোরা রেস্তোরাঁয়
উথলে উঠবে প্রেমের মহাদিবস
স্মিরনভ আর ‘দুজনে কূজনে’ হবে
চুমুতে মাতবে শহরের যত কিয়স্ক

সন্ধে-রাতের নিঃসীম রাধাচূড়া
চান্দ্রদোষের সীমানা খুঁজতে চায়
নতুন দিনের নতুন ছেলেমেয়ে
মিলিয়ে যাচ্ছে ভ্যালেন্টিনের গায়।

Spread the love

You may also like...

error: Content is protected !!