ক্যাফে কাব্যে শঙ্কর ঘোষ

পাখি ডাকা দুঃসময়

দুপুরের ঘন রোদে দেবদারু দুঃখ পায় ,
সে সব তুমি জানো –
হলুদ পাখির ঠোঁটে জীবন্ত পোকার কিছু অবশেষ সাড়া দেয়
আজো দুঃসময় , আজো দুঃসময় |
পূর্ণিমার পথে চাঁদের ছাপ প্রকট
ব্যস্ত লোকজন এদিক ওদিক করে নিরীক্ষণ
পাও কি তাদের সাড়া ?
বুকের মাঝে আগুনের ফুলকি ঘনায়
মন শুধু বলে —
আজো দুঃসময় , আজো দুঃসময় ||
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।