কবিতায় স্বাতী ঘোষ

অমোঘ লেখনী
এখান থেকে তুলে নেব
অপূর্ব কিছু সময়
এখান থেকে খুঁটে তোলা যায়
বারুদ কুচি
এখানেই আছে স্ফুলিঙ্গ রাখা
হাতের পাতায় তুলে নেওয়া যাবে অগণন আকাশের তারা
ভিতরে ভিতরে গোপন বুননে আছে হিংস্র মলিন গুটিবাঁধা কালযোগ
এড়িয়ে যেতে গিয়ে পা পোড়ে হাত পুড়ে যায় অঙ্গারে
তবু ভাববো আবার
এড়িয়ে যাব কি না
প্রত্যেক বাঁকেই আছে প্রশস্ত পথ আর গলি ঘুঁজি
খুঁজেই নেওয়া যায় দিকচিহ্ন
এই যে সজ্জা স্বর্ণলেখনী
এইই প্রাপ্তি —