কবিতায় স্বপন গায়েন

ভাঙা স্বপ্নের বিকেল
ঝলসে যাওয়া রুটির মতো শরীর
সারা শরীরে পোড়া পোড়া গন্ধ
লিকলিকে, হাওয়ার সাথে মিশে যায় নিমেষে।
কুমারী গন্ধে ভরপুর অনাগত এক অষ্টাদশী
মিছিলে হাঁটে নি কখনও সে
ভাঙা ভাঙা বাংলা জানে –
অজানা রোদ্দুরে ঝলসে যায় শরীরের গোপন বন্দর
চোখের কাজলে ভাঙা স্বপ্নের বিকেল
মধ্যবিত্ত শরীরে নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হয়।
খিড়কি দরজা দিয়ে হেঁটে যায় ভালোবাসার চিতাভস্ম
হৃদয়ের অন্দরে না বলা কথার ধ্বংসাবশেষ
সময় অসময়ের গন্ডি পেরিয়ে তবুও জন্ম নেয় ভালোবাসা।