ক্যাফে কাব্যে সৌমেন গাঙ্গুলী

আগুন রঙে বসন্ত

পাতা ঝরা পথ
চলে এঁকে বেঁকে
চলে সে নিজের খেয়ালে ।
আজ ফাগুনের মধ‍্য দুপুরে
প্রকৃতির রাজ বেশ
পলাশের শোভা
চারিদিকে যেন
আগুনে পুড়েছে দেশ ।
দূর হতে কানে
ভেসে আসে ওই–
মায়াবী কুহু তান ।
চেতনা হারিয়ে
ফের জেগে ওঠে
হতাশার মাঝে প্রাণ ।
বিবর্ণ মুখ
খোয়াগেছে সুখ
জীবনের গোধূলি কালে ,
তবুও মাতে সে
বর্ণালী রঙে
বসন্তের দারুণ অভিঘাতে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।