কবিতায় সন্দীপন গুপ্ত

বন্ধু মানে
বন্ধু মানে সুখের আকাশ
বন্ধু দালান ঘর,
ঝগড়াঝাঁটি কখনও আপন
কখনও আবার পর..
বন্ধু মানে কলম খাতা
বন্ধু সুখে লেখা,
দুচোখ দিয়ে যায়না টানা
কখনও সীমারেখা..
বন্ধু মানে ঘোরাঘুরি আর
বন্ধু শোকে জ্বর,
দায় বিপদে বাড়াতে হাত
ততটাই তৎপর..
বন্ধু মানে অলস দুপুর
বন্ধু খেলনা বাটি,
অগোছালো সময়টাতে
বড্ড পরিপাটি..
বন্ধু মানে শীতের রোদ
বন্ধু শিশির ঘাসে,
এমন একটা বন্ধু থাকুক
সবার ভাগ্যাকাশে..