কবিতায় বলরুমে শম্পা গুপ্ত

এখন সময়
ধাবমান শুধু মৃগতৃষ্ণিকার
উদ্ভাস সন্ধানে
স্পর্শিত হলে কেটে যায় স্বজ্ঞা,
উত্তাপহীন প্রত্যাবর্তনে।
বালার্কের প্রভায় পতগের স্বরে নিদ্রাভঙ্গে তোষহীন স্তনন
প্রতিপলে পরিমাপনের আধারে প’ড়ে থাকে প্রকান্ড অনস্তিত্ব
অসংবেদী পিন্ডের অবয়বে
অনৃজু
কিছু অশলীলী রূপের সংযাত্রিক দল
হেঁটে চলে আগামীর দিকে।