মার্গে অনন্য সম্মান সুখেন্দু ঘোড়ই (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০৭
বিষয় – মহালয়া
মাতৃছায়া মহালয়া
ভাদ্র পূর্ণিমা তিথি শুরু পালন শুভ পিতৃপক্ষ
সর্বপিতৃ অমাবস্যা তিথি সমাপ্তি-আগমন দেবীপক্ষ ।
কৃষ্ণতিল-পিণ্ড-গঙ্গাজলে পিতৃ-তর্পণে শ্রদ্ধা সম্মান
অসুর নাশনে অশুভ মোচনে দেবীদুর্গার হয় আহ্বান।
এমন শুভ সন্ধিক্ষণে সর্ব লোকে “মহালয়া” কয়
মহান আলয় মাদুর্গা দুষ্ট দমনে শেষ আশ্রয়।
ব্রহ্মার বরে মহিষাসুর করে স্বর্গরাজ্যে তাণ্ডব যান
ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর করেন নারীশক্তির জন্ম দান।
মহামায়া রূপী দেবীদুর্গা দশ হাতে দশ অস্ত্র
মহালয়া দিনে অসুর নিধনে সিদ্ধমাতা কহে শাস্ত্র।
আজ সেই শুভ “মহালয়া” জগন্মাতার মর্ত্যে আগমন
বাঙালী শ্রেষ্ঠ দুর্গাপূজা জাগে দেহমনে তাই আলোড়ন।
শরতের ভোরে বীরেন্দ্রকৃষ্ণ সুরে মহিষাসুরমর্দিনী
কতনা ছন্দে নানান বন্দে বিতরিছে বেতার দূরদর্শনী।
দোলে কাশফুল পরি শিউলিদুল দোলায় বাতাস বাতয়ন
কুড়কুড়্ ঢাক কাঁসর-শাঁখ ত্বরায় মায়ের আবাহন।
বাংলার মাটি আকাশ বাতাস মাতিছে পূজোর গন্ধে
মাতৃছায়া মহালয়া কায়া আবরিছে মানব হৃদয়তন্ত্রে।