গদ্যানুশীলনে সুদীপ ঘোষাল

পুজোয় প্রথম প্রেম
নবমি নিশিতে ধুনুচি নাচ চলছিলো দুর্গামন্ডপে।রিতা নাচের ফাঁকে দেখে নিলো তপুর চোখ।নিস্পলক দৃষ্টি তপুর চোখে।গিলছিলো রিতার নাচের ভঙ্গিমা।তারপর তপু গিয়ে একটা ঢাক বাজাতে শুরু করলো।কখন যে রিতার নাচ শেষ হলো তপু জানতেই পারলো না। তখন নাচ শুরু করেছে পাড়ার ক্যাবা মস্তান।ঢাকের তাল কাটতেই তপুর কপালে জুটলো তিরস্কার। রিতার তখন দারুণ হাসি।তার বান্ধবীরাও হাসছে। তপু বাজানো বন্ধ করে পাশে দাঁড়ালো।সে মনে মনে ভাবলো, অসুরের মত দেখতে ছেলেগুলো কেন মেয়েদের এত প্রিয় হয়।পাশে আমি ছিলাম। বললাম, পাগলা পুজো শেষ হয়ে যাবে। যা বলার এখনি বলে দে রিতাকে।নইলে পরে পস্তাতে হবে। তপু ঢাকের কাঠি দুটো নিয়ে গিয়ে রিতাকে বললো,তুমি আর একবার নাচো না প্লিজ। সঙ্গে সঙ্গে আবার হাসি। তারপর থেকে লজ্জায় প্যান্ডেল ছেড়ে পালিয়ে বাঁচলো।জানিনা কবে যে তপু সাবালক হবে।