ক্যাফে কাব্যে সন্দীপ গাঙ্গুলী

প্রাক্তন
বেঞ্চের মন খারাপ ছেলেটা চুপ
বিকেলের ফুটপাথে প্রেম নিঃশ্চুপ
চোখেতে একলা আকাশ হৃদয় অবুঝ
একমুঠো ভালবাসা আজ বহুদূর
এ শহরের কোলাহলে মনহীন রাত
ছেলেটা চলতে থাকে দিশাহীন পথ
বহুতল আবাসনে চুপকথা রাত
কার্নিশে রাখা থাকে জ্যোৎস্না সোহাগ
ফেলে আসা সময়ের একলা দুপুর
মেয়েটার চোখ ভরা স্বপ্ন সুদূর
এখনও বৃষ্টি এলে নৌকা ভাষায়
পথ ভোলা ভালবাসা যদি ফিরে পায়
নীল খামে চিঠি লেখে আজও মাঝরাতে
ঠোঁটেতে হারানো সুর গ্রামফোনে বাজে….