|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 বিশেষ সংখ্যায় শর্মিলা ঘোষ

ঋতুবদলের গান
ইচ্ছেরা নেমে আসছে আলোর পথ বেয়ে , বোহেমিয়ান কবিতারা এলোমেলো অক্ষরে হেমন্ত যাপন লেখে।
স্বপ্ন সত্যি হলে পাতাঝরার বেলায় শুকনো শাখাতেও রঙ লাগে প্রেমের,কুয়াশার বুকে ফুটে ওঠে বাসর স্বরলিপি।
মনখারাপী রোজনামচা শীতফুলের আগমনে আনন্দবিলাসে মাতে, দিগন্তছোঁয়া প্রেম আরো
আষ্টেপিষ্টে বাঁধে হৃদয়ের কলতানকে।
ঋতুবদলের গান রঙিন পোশাকের সাথে ঝলমলে সন্ধের বেহাগ রচনা করে, প্রতিদিন প্রতিক্ষণ উষ্ণতা ছড়িয়ে যায় রঙধনুর সাত রঙ
মেখে আকাশকুসুম রচনা করবে বলে।