T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় পম্পা দেব

আরোগ্যের পর 

এইসব সেরে গেলে
হাতে হাতে ঠুকব পেরেক
তৈরি করব ফের বাহান্ন ব্যাঞ্জনের থিয়েটার !
কুরুশ কাটায় বুনব শীতের চাদর ,
পাহাড় চূড়ার পাশে জলপাই বনে ; খুঁজে বেড়াব ফেলে আসা দিন,
‘চাইকভস্কি’ শুনতে শুনতে হেঁটে যাব মোনাস্ট্রির দিকে
বুড়ি দোকানী চিনতে পারবে ঠিক ,
কেভেন্টার্সের ছাদে ছায়া ছায়া অতীতের মতো
পায়রা ওড়াব…
এইসবসেরেগেলে কলেজস্ট্রিট ফুটপাথ ধরে
হেঁটে যাব বরাবর,
কফিহাউসে সন্ধ্যা নামবে সমবেত উল্লাসে!
পুরনো বন্ধুর সাথে দেখা হবে হঠাৎ-
উঠে বসব ট্রামে শ্যামবাজার থেকে ,
এইসবসেরেগেলে ঝাড়গ্রাম চলে যাব
অথবা পুরনো দীঘায়।
সন্ধ্যের বেলাভূমি মুখরিত হয়ে উঠবে ক্রমে…
‘জিন্দেগী অর কুছভি নহি , তেরি মেরি কহানি হ্যয়’
দূরে দূরে ফুটে উঠবে তারা ,
নুলিয়ার মতো ভেসে যাব…
খড়কুটো জীবনের শালিক পাখি হব,
পান্ডুলিপি আগলে রাখব বুকের পাঁজরে
বইপত্র গোছাব , পুরনো অ্যালবাম থেকে প্রিয় ছবি দেখব বারবার,
ফেরিওয়ালার কাছে কেনাকাটা রাখব বিস্তর ।
সাবেক প্রতিমা ফের সেজে উঠবে একচালায় ,
রেডিওতে কেঁদে কেঁদে শ্লোক আউড়াবেন বীরেন্দ্র কৃষ্ণ
এইসবসেরেগেলে ভাস্কর , বিভূতিভূষণ পড়ব আবার ,
বাসে চেপে পাড়ি দেব ম্যাকলাক্সিগঞ্জের দুপুরে,
‘হ্যামলেট ‘ কে ভালোবাসব সময়ের বিপ্রতীপে বারবার,
খরস্রোতা নদীর কাছে কান পাতব ,
হাওয়ায় বলে বেড়াব ‘ভালোবাসি, ভালোবাসি ভালো..’

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।