ক্যাফে কাব্যে সুদীপ ঘোষাল

১| একতারা
এল সুন্দরী সকাল। বালি, নদী, পাখি নিয়ে মত্ত জীবন
ভুলে যায় চুলের বিনুনি, বিরহী বাগান
কবুতর,মাছরাঙা জলে ডোবা মস্ত দুপুর
সর্ষেক্ষেত জুড়ে আছে একতারার সুর
২| কান্নার আড়ালে
মানুষ মরছে তবু ওদের গদি চাই
মানুষ কাঁদছে তবু ওদের ব্যবসা চলছে
শববাহী গাড়ি মাপে টাকার ওজন
চুল্লীতে পোড়ে ব্যাবসায়ীর ঘৃণ্য লোভ
ছাই এখন বহুমূল্যবান, হাজার পাঁচেক হাঁকে লোভ
মানুষ কি মানুষের জন্য নয়?
ওরা মানুষের বেশে জানোয়ারের ছাল পরে
করোনায় মৃতদের নিয়ে ব্যাবসা করে
মানুষের কান্নায় ওরা লাভ খোঁজে
মানুষ হয়ে আমরা মানুষের পাশে থাকি
সেবাব্রতীর কাছে এসো কিছু শিখি