ক্যাফে কাব্যে সপ্তর্ষি গাঙ্গুলী

ভালোবাসায় নয় বাধা প্রকৃতির কাঁটা
হোক না যতই প্রকৃতির রোষে সকল যোগাযোগ ছিন্ন,
হৃদয়ে আমার তোমার নামের সুমন্দ বাতাস দোলা দেয় নিরবচ্ছিন্ন।
অতীতের যত রঙীন অধ্যায় ঢাকা পড়ে চলেছে বিস্মৃতির ধুলায়,
নয়নের তারা অন্বেষণে তোমায় নিরন্তর হৃদয়ের লুকোচুরি খেলায়।
পদে পদে কেবল প্রমাদ গুণে কাটছে সকল বিনিদ্র রাত,
সেই আঁধারেতে পথের দিশারি তোমার বাড়ানো ভরসার হাত।
ভেসে আসে না আজ আর কানে প্রকৃতির সেই বাতুল কলরব,
মনের সকল কথা আদানপ্রদানে দুজনাই রয়ে গিয়েছি নীরব।
সংকটের কালো মেঘ সরে গিয়ে একদিন উন্মোচিত হবেই সুনীল আকাশ,
জেনে রেখো সেদিন এতদূর থেকে করবো না আর আমি তোমায় হতাশ।।