কবিতায় শুভজিৎ দাস দাঁ

হারিয়ে যেতে যেতে
হারিয়ে যদি যেতেই হয় মিশে যাবো মানুষের মাঝে,
তপস্যালব্ধ পরমায়ুটুকু বিলিয়ে দেবো খাঁচার বাইরে- দূর থেকে দূর- ধূলিধূসরিত স্বার্থহীন মৌনতায়,
যেখানে অলকানন্দা মেশে অদৃশ্য মোহনায়-
সেখান থেকে কুড়িয়ে নেবো এক আঁজলা স্মৃতিজল…
তবু কি হারাতে পারি?
স্মৃতি হতে পারি এতো অবলীলায়?
কথা ছিল হাত ছোঁবো দিগন্তের-
অথচ সেই হাত ধরতে গিয়ে অযুত বছর ধরে হেঁটে চলেছি,
এখনো হাঁটছি দুঃখকলস ছুঁয়ে,
তবুও কি ফুরোয়নি পথ?
যে নারীর করস্পর্শের আশায় এতোটা দূর এসে গোলকধাঁধায় মিলিয়ে যাচ্ছে গোপন রোদের টুকরোগুলো,
অসমাপ্ত রয়ে যাচ্ছে গভীর রাতের কবিতারা,
কোথায় হারালো সে- কোন নিরালায়?
সে কি হারিয়েছে আমারই মতন?
পায়ে হাঁটা ধুলোপথ পেরিয়ে স্মৃতি হতে পেরেছে আলোকবর্ষপারে…?