কবিতায় শুভজিৎ দাস দাঁ

উষ্ণতার প্রচ্ছদ
তোমাকে চুমু খাওয়ার জন্য আমি পুরো একটা দিন, একটা উতল রাত্রি, একটা মাস, একটা বছর- দীর্ঘ একটা জীবনও অপেক্ষায় থাকতে পারি,
সাঁতার না জেনেও অবলীলায় ডুব দিতে পারি তোমার ঠোঁটের গভীর অতলে,
দ্বিধা-দ্বন্দ্বের প্রবালপ্রাচীর ভেঙে গুঁড়িয়ে দিতে পারি এক ঝটকায়।
অনন্ত প্রবহিনী হয়ে তুমি জড়িয়ে রেখো সহস্র নীল চাঁদ,
আর্দ্রতায় ধুয়ে দিয়ো ঊষর মরুভূমি,
আমি ভেসে যাওয়া স্মৃতির পিঞ্জরে একমনে লিখে যাবো বিকেলের ভেজা কবিতা – যেখানে নোঙর ফেলবে নাবিকের মন।
তুমি তো এমনই একটা চুমুর স্বপ্ন দেখেছিলে অবন্তিকা- সময়ের ঊর্ধ্বে উঠে যা মিলিয়ে দেবে এপার-ওপার…
অনুভূতির তীব্রতায় অস্থির হয়ে উঠবে শীতল মেরুবৃত্তও,
বাউলের একতারা চুঁইয়ে গলে পড়বে বরফের আস্তরণ,
উষ্ণতার প্রচ্ছদ খুলে উদ্দাম প্রেমিক হয়ে উঠবে তোমাকে নিয়ে লেখা আমার সব কবিতা…