T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় সৌমেন দেবনাথ
by
·
Published
· Updated
ঝগড়াটে
ছুটিতে বাড়ি আছি। বাড়ি থেকেই শুনতে পাচ্ছি বৌদি বন্ধুকে বকছে। ওদের বাড়ি যেতেই বৌদি বললো, ‘বসেন। গতকাল আপনার বন্ধু বুড়ো কবুতর আর বাচ্চা হাঁস কিনে এনেছে। আজ এনেছে চার প্রকারের শাক। আচ্ছা, আপনার বন্ধু কি বাজার করা শিখবে না ?’
আমি বৌদির কথা কিছুই বুঝতে পারলাম না। বাড়ি এসে ব্যাপারটা মাকে বললাম। মা আমাকে ব্যাপারটা বুঝিয়ে দিলেন।
এবার বন্ধুর কাছে গিয়ে বললাম, ‘কবুতর খেতে হলে দু এক সপ্তাহ বয়েসি কিনতে হয়। হাঁস খেতে হলে একটু বয়েসি কিনতে হয়। আর চার প্রকারের শাক একত্রে কিনলে একটা খেতে অন্যটা পঁচে যায়’।
একথা বৌদি শুনতে পেয়ে বন্ধুকে বললো, ‘দেখেছো, শিক্ষিত মানুষের গুণ! বৌরা কখনো স্বামীদের অযথা বকে না’।
বৌদিকে বললাম, ‘বৌরা বুঝিয়ে বলে না, মায়েরা বুঝিয়ে বলেন’।
একথা শুনে বৌদি আমাকে আচ্ছামত বকা দিতে লাগলো, ‘আপনিও আপনার বন্ধুর চেয়ে কম ঝগড়াটে হবেন না দেখছি’!
অবস্থা বেগতিক দেখে বাড়ি চলে এলাম দ্রুত। বাড়ি থেকেও শুনতে পাচ্ছি বৌদি আমাকে বকছে, ‘শিক্ষিত মানুষ, অশিক্ষিতের মত কথা বলে’!
আমি চোখ বুঝে তপস্যা করছি,’ বৌদি, থামেন’ ! আর জপতে থাকছি, ‘নম নম নম…’