সৌমনা দাশগুপ্তের কবিতা

কাকতাড়ুয়া
ব্যক্তিগত হারেমের ভেতর
আমিই একমাত্র খোজা
এঁটো শালপাতা
তোবড়ানো সাবানদানিতে
এঁকেছি কাকতাড়ুয়া
ঈশ্বরের হাত নেই
যদি নিখিল করে বলা যায়
আমি তত আকাশ বুঝি না
এখানে তারার গন্ধ
ফর্মালিনের গন্ধে মিশে থাকে
আর লোকায়তিক বিদ্যুৎপ্রবাহে
ভেসে যাচ্ছে শাদা পাতা
পাতা বিষয়ক কিছু কথা
আজ আর হয়েই উঠছে না
শুধু ঘড়ির ভেতর থেকে
একটা একটা করে বিন্দু
ঝরে যাচ্ছে
#
তোমরা ওকে বালি বলে ডাক
আমি বলি সময়