কবিতায় শুভজিৎ দাস দাঁ

মুসাফিরের উত্তরপত্র
সবকিছু ভুলে গিয়ে যদি তরল রাত্রির মতো মুসাফির হতে পারতাম-
তাহলে নিয়নের আলোর নীচে নকল অন্ধকার হতে চাইতাম না,
জীবনের সব দুঃখভোগ তুচ্ছ করে ছুটে যেতাম আসল নক্ষত্রের দিকে,
সেখানে অন্ত্যমিলের প্রয়োজন নেই,
যোগ-বিয়োগের কঠিন পাটিগণিত উত্তর মেলার আশায় হাহুতাশ করে না।
এ অংকের কোনো সূত্র নেই,
তাই মেলানোর দায়ও নেই কারো।
ধূসর স্মৃতিপুঞ্জের মাঝে অনর্গল বয়ে যেতে যেতে একবারও কি পিছনে তাকাই নি কোনোদিন?
তাকালে নিশ্চয় নিজেকে প্রশ্ন করতাম,
উত্তর খুঁজতাম আলাদিনের আশ্চর্য প্রদীপের কাছে-
কোন যাদুমন্ত্র বলে সেখানে এখনো লুকিয়ে আছে পুরোনো বিষণ্নতা,
প্রাচীন দেউলের দেওয়াল ভেদ করে খুঁড়ে আনতাম শতাব্দী-প্রাচীন প্রশ্নমালা,
সব উত্তর জানা নেই আমার।