T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় শুভজিৎ দাস দাঁ

শঙ্খ লেগেছে বনানীর শাখা-প্রশাখায়
পদ্মপাতার ক্ষরণে বিন্দু বিন্দু জল চঞ্চলতায় রক্তিম হয়ে যে জীবন খুঁজেছিল-
তার সাথে হুবহু মিল আছে শঙ্খিনী মেঘ আর নির্জন কুয়াশাভেজা অবারিত সন্ধ্যার।
সেখানে নীল চোখে তাকায় নতজানু অন্ধকার,
বাঁকা চাঁদের প্রেমে যুবক হয়ে ওঠে হিজলের বনের মাথার ওপর উপুড় হয়ে শুয়ে থাকা পুরুষ আকাশ।
জ্যোৎস্নায় মুখ গুঁজে শ্বাস নেয় উড়ন্ত মেঠো-জোনাকির দল,
আমার বুকেও গাঢ় হয়ে ওঠে নিঃস্তব্ধতা,
গভীর নদীর ঊরুসন্ধি থেকে অন্ধকার শুষে নেয় ইচ্ছেমতো।
জলের সিঁড়ি বেয়ে নির্ঘুম রাতগুলো নেমে যায় নীচে,
দেখি শঙ্খ লেগেছে বনানীর শাখা-প্রশাখায়।
শাপলার রঙ মেখে ধানসিঁড়ি নদীর মতো সামনে এসে দাঁড়ায় অবন্তিকা,
আর্দ্র শরীর,
চেনা লাগে খুব…
আমি গন্ধ নিই রাত-পাখি হয়ে।