কবিতায় শুভজিৎ দাস দাঁ

সহস্র জন্মের শেষ অধ্যায়
আরোহণ শেষে স্মৃতির স্বপ্নে ঘুমিয়ে গেছে অপেক্ষার সময়,
পাহাড়িয়া বিষণ্ণতা…
এখন আমার কাব্যগ্রন্থের প্রতিটা পাতায় অলৌকিক বৃষ্টিতে ভেজা নির্বাসিত শব্দমালা।
তর্জনীতে জড়িয়ে নেওয়া একমাত্র জলের ফোঁটায় রচিত হয়েছে তোমার, আমার সহস্র জন্মের শেষ অধ্যায়,
বারবার মৃত্যু এলেও প্রতিবার দিনলিপি লিখে গেছে অচেনা শহর,
ঘুমিয়ে থাকা রাতের ট্রামলাইন,
নিষিদ্ধ পাড়ার সেই মেয়েটার রঙিন সঙ্গদোষ।
চৌকাঠ পেরিয়েছে শহুরে অবসাদ,
খসে পড়া স্বপ্ন,
স্ট্রিটলাইটের নীচে ঝরে পড়া কাচপোকার অকাল মৃত্যু।
কবিতা অনাবৃত হয়েছে যতোবার
তার হিসেব কষতে কষতে স্বপ্ন দেখা ছাড়াই একা একা ঘুমোতে শিখে নিয়েছে মানচিত্র বিমুখ অলীক শহর,
স্তবকে স্তবকে তার অস্ফুট বর্ণের ফুরিয়ে আসা গল্পকথা…
শেষ ট্রেন চলে যাওয়ার পর
নিঝুম ষ্টেশনের অশরীরী প্লাটফর্ম মিশে গেছে হাজার জোনাকির ভিড়ে,
দলা পাকানো অন্ধকারের পাকদণ্ডি বেয়ে পাশাপাশি হেঁটে গেছে ডাউন ট্রেনের অপেক্ষায় থাকা অর্থহীন রেললাইন দুটো।
স্মৃতিগুলো আবছা হয়ে যাচ্ছে অসম্পূর্ণ চুম্বনের নির্জলা অনুভূতির মতো।