মার্গে অনন্য সম্মান সাইদীপা বসু (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯০
বিষয় – বিদ্রোহী কবি নজরুল

প্রণমি তোমায়

চির অম্লান হে কবি , বাঙালির মননে,
স্মরণীয় তুমি বরণীয় তুমি প্রণতি জানাই চরণে ।

একবিংশে সত্যই তুমি দুর্দম , দুর্বার, দুর্জয় ,
ললাটে দীপ্ত রাজটিকা চির ভাস্বর স্বমহিমে।

পরাধীন ভারতে তোমার লেখনী গর্জিত বারেবারে ,
কান্ডারী তব বাণী চিরন্তন , শাণিত বিশ্বের দরবারে ।

বিদ্রোহী কবি বাঙ্ময় তব কবিতা, গান,
ধর্মান্ধতার উর্ধ্বে জাতিকে করেছিলে ত্রাণ ।

যুগ যুগান্ত ধরে তুমি রবে বাঙালির অন্তরে,
নটরাজ তুমি, আপনারে ছাড়া করনি কুর্নিশ কাহারে।

অরুণ প্রাতের তরুণ কবি উন্মনমন উদাসীর ,
অভয় মন্ত্র সাথে, সোচ্চারে বলি জয় সত্যের ।

জাতের নামে বজ্জাতি সব খেলছে জুয়া আজও সবে ,
ভস্মে যত ঘি ঢেলে, জাতকে শিকে তুলে রাখে।

বিজয়তরী বাজাবে কে ,নেই যে তুমি কান্ডারী,
অস্ত্রভেদী ধ্বজা আজ শিকলবাঁধা , সবই যে রইল পড়ি।

পাপের রাজ্যে আজও আছি, নাইকো সন্মান নারীত্বে ,
কর্ম দিয়ে হয় না বিচার, ধূমকেতুরা ধ্বংসে মেতে।

হারানো সুদিন ফিরবে কবে, তোমার আসন পাতা কবি,
মহাসিন্ধুর ওপার থেকে অগ্নিবীণা বাজাও তুমি ।

সকল দীপ প্রজ্বলিত হোক আগমনীর রাগে ,
নিশাবসানে নবীন প্রভাতে বাজিবে বাঁশি ভৈরবে।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।