সাতে পাঁচে কবিতায় সবর্ণা দে

ভার্জিন মোহিতো 

ভার্জিন মোহিতো প্রতি চুমুকে আরও ভার্জিন হচ্ছে ।
লাল নীল হলুদ ছদ্ম বেশে যাচাই করেছি ,
ভার্জিনের সংজ্ঞা খুঁজে পাইনি ।
সবুজ  ছদ্ম বেশ ধরা বাকি ছিল ।
পুদিনা পাতার ফাঁকে উঁকি ঝুঁকি মারা বরফের কুঁচি বলে দেয় –
ভার্জিন একটা হিমশীতল সংজ্ঞা মাত্র ।
মাটির ভাঁড়ে খেয়েছি , পাথরের বাটিতে খেয়েছি ,
কাঁচের গ্লাসেও খেয়েছি ।
প্রশ্ন গুলো ঠোঁটে গিয়ে আটকে গেছে ।
তরল টুকু ঠোঁটের ফাঁক দিয়ে গলে উদরে পৌঁছে গেছে ।
মনের তাই কোনও প্রশ্ন নেই ।
ভাবনা গুলো ভার্জিন মোহিতোর বুদবুদে ঘোরে ।
ঠোঁট তাই শুধু চুমুক দিয়েই খুশি ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।