ধারাবাহিক রম্য রচনায় সংযুক্তা দত্ত – ৫

নাচ প্রথম ভালোবাসা হলেও ক্যারিয়ার বড় বালাই তাই ম্যানেজমেন্ট পরার সময় আসতে আসতে নাচ থেকে অল্প অল্প করে বিচ্ছেদ ঘটতে থাকে। পড়াশুনা,চাকরি বাকরি,বিয়ে এইসবের চক্করে আমার প্রথম প্রেম মনোযোগ না পেতে পেতে এক্কেবারে প্রাক্তন হয়ে পড়েছিল।
বিয়ের পর চলে যেতে হল সুদূর মধ্যপ্রদেশের ইন্দোর শহরে। সেই প্রথম আমার কলকাতা ছেড়ে বাইরে থাকতে যাওয়া আর বর বাবাজি একটা স্পেশাল পোস্টিং এ এসেছিল হিসাবের গরমিল ধরতে তাই তিনি খুব ব্যস্ত।। অফিস থেকে ফেরার পর একলা বিকেল গুলো যেন কাটতেই চাইত না। ডাক দিলাম আমার প্রাক্তনকে। একটা থার্মোকলের বোর্ডের ওপর দুটি ঘুঙুরের ছবি এঁকে “ঘুঙরু – ড্যান্স ক্লাস” লিখে টাঙিয়ে দিলাম। একটি দুটি করে ছাত্রী আসতে লাগল। ভেবেছিলাম বেসিক কথ্থক আর ভারতনাট্যম অল্প অল্প শেখাব। সেই মত বেশ টুকটুক করে চলছিল আমার সন্ধ্যাগুলো, কচি কচি তিন খানা ছাত্রী আর একখানা ছাত্র নিয়ে। এমন সময় একদিন আমার পাশের ফ্ল্যাটের এক ভাবী এসে বললেন,মুঝে এক সঙ্গীত মে ড্যান্স করনা হ্যায়, মুঝে এক বড়িয়া সা ফিল্মি ড্যান্স শিখা দো।” সেই সময় অবাঙালি বিয়ের সঙ্গীত ব্যাপারটার সাথে আমরা কলকাতার বাঙালি রা তেমন পরিচিত ছিলাম না। আমি বললাম” ফিল্মি ড্যান্স মুঝে শিখানা নাহী আতা।” তিনি নাছোড়বান্দা, শেখাতেই হবে। আমার বন্ধু বান্ধবরা সবাই জানে আমি মাধুরী দীক্ষিতের একদম পাগল ফ্যান। কলেজের ফ্রি পিরিয়ডে, বন্ধুদের জন্মদিনে বহু বার মাধুরীর সব জনপ্রিয় নাচ করেছি, সেই সময় মাধূরীর তেমন ভাবে কথ্থক প্রদর্শন দেখা যায় নি।কিন্তু ফিল্মি নাচ শেখানো? সে কী আমার কম্ম নাকী? কিন্তু ওই যে পড়েছি যবনের হাতে, খানা থুরি নাচনা হবে সাথে। ক্যাসেট চালিয়ে,স্মৃতির ধূলো ঝেড়ে শুরু করলাম ফিল্মি ড্যান্সের স্টেপ প্রাকটিশ। ভাবীকে শেখালাম খলনায়ক ছবির একটি বিখ্যাত গানের নাচ” পাল্কী মে হো কে সওয়ার চলি রে, মৈ তো আপনে সাজন কী দূয়ার চলি রে”। সেই নাচ হল সুপারহিট। দলে দলে মহিলা আসতে লাগল আমার কাছে সঙ্গীতের নাচ শেখার জন্য। আর প্রত্যেকেই শেখাতে হত মাধুরীর নাচ।ডবল ক্যাসেট টেপ রেকর্ডার ছিল। তাতেই তৈরী হত নাচের জন্য গানের আলাদা ক্যালেক্শন। বঙ্গীয় সঙ্গীত পরিষদের রবীন্দ্রনৃত্যের ছাত্রী হয়ে গেল । আদ্যন্ত বাঙালি সংস্কৃতিতে বড় হওয়া, রাবীন্দ্রিক, ক্লাসিকাল, ফোক নাচ করা আমিটা মাঝে মাঝে ভাবত, এ সব কী হচ্ছে? তবে আস্তে আস্তে উপভোগ করতে লাগলাম পুরো ব্যাপারটা। শিল্প তো কোন বাঁধা মানে না। সে তো স্বাধীন, তাই তো তার আছে খোলা আকাশ। দেশ, জাতি, ভাষা কোন বাধাই সে মানে না।