সাতে পাঁচে কবিতায় শিপ্রা দে

জাগো ওঠো
নিকষ কালো গহীন অরণ্যের ওপারে আছে আরো একটা বিশাল পৃথিবী,ওঠো জাগো এগিয়ে যাও আর কিসের ভয়! তোমার পরিবার পরিজনের কথার সুর পাল্টে গেছে ! যে তুমি সকলকে নিয়ে পথ চলতে চেয়েছিলে তারা সব একে একে তোমাকে ছেড়ে গেছে! পরিচিত মানুষ গুলোকে খুব অচেনা লাগছে! পথিক তুমি রাস্তার বাঁকে একদম একা! সবাই রাস্তা বদল করেছে! তোমার পথে কাঁটা দিয়েছে বিছিয়ে? তুমি আহত হয়েছো।
যেই তুমি তাদের পথ দেখিয়েছিলে! প্রথম সূর্যের কোমল পরশের স্বাদ বুঝিয়েছিলে! চোখে এঁকে দিয়েছিলে আগামীর উজ্জ্বল আলো! সবটুকু উজাড় করে দিয়ে নিজের আশা আকাঙ্ক্ষার বিন্দুমাত্র পরোয়া না করে যাদের আপন ভেবে অবলীলায় বলেছিলে “এগিয়ে যাও আমি আছি” তাদের রঙ বদলে গেছে! তাঁরা এক এক করে ছেড়ে গেছে তোমায় পথের বাঁকে !
আর তুমি তোমার দায়িত্ব,কর্তব্যের ঝোলা নিয়ে সেই হেঁটেই চলেছ শতাব্দী ধরে! হোঁচট খেয়েছো বারবার! অন্ধকারে পথ হারিয়েছো!
তাহলে হতাশ হয়োনা জীবনের লড়াইয়ে তুমিই জয়ী।তোমার জন্য অপেক্ষা করছে এক নতুন সকাল। দ্যাখো সামনে ঐ একটু দূরে পূবের আকাশ হাতছানি দেয় দেখতে পাচ্ছ সূর্য কিরণের আভা?
তুমি গভীর অরণ্য পার করে এসেছো ওঠো জাগো এগিয়ে যাও তুমি পৌঁছে গেছ এক কঠিন পাহাড়ের চূড়ায় আর গহীন অরণ্যে মুখ থুবড়ে পড়ে আছে তোমার চলার সাথী।ওদের বিছানো পথের কাঁটায় ওঁরাই ক্ষত বিক্ষত আজ। তোমার ললাটে জয়ের টীকা ।