|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || বিশেষ সংখ্যায় শিপ্রা দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
এ কেমন স্বাধীনতা!
ওগো আমার জন্মভূমি আমার ভারত মাতা
তুমি সত্যি পেয়েছো কি অক্ষয় স্বাধীনতা!
রক্ত বন্যা ঘামের মূল্যে এই দেশেরই মাটি
স্বপ্নে সফল বিপ্লবীরা গড়লো ভারত খাঁটি।
ওদের রক্তের হিসাব করে কেউ কি আছে সরব বলতে পারো মাগো তুমি আজও কেন নীরব!
পথের ধারে তোমার সন্তান অনাহারে মরে!
আজ কেন মা অসহায় সব দেশের প্রতি ঘরে!
তবে কেন স্বার্থমগ্নী আজ ও রক্ত মাখে
ধনী কেন নির্ধনেরে অবহেলায় রাখে।
আজও কেন বধূহত্যা যৌতুকেরি চাপে
সব যে কেমন শেঁকল বদ্ধ ভেবে বুকটা কাঁপে।
আবাল বৃদ্ধ বনিতা আজও নিরাপদ নয় কেন?
ইভটিজিং এর শিকার নারী হেনস্থা হয় হেন।
বাঁচার জন্য আমরা মাগো করছি আজও লড়াই
খোলা আকাশ মুক্ত বাতাস পায় না কেন সবাই?