ক্যাফে কাব্যে শিপ্রা দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
শুচিতা
পূর্ণিমাতে নীল গগনে নামে যখন সাঁঝ
রুপালি চাঁদ উছলে পড়ে নদীর জলে আজ।
মন মুগ্ধ হয় শুদ্ধ মন মানে না বাঁধ
কলঙ্কিনী তবুও জানি আজও হয় চাঁদ।
সেই জোছনা ছিটকে এসে প্রিয়ার মুখে পড়ে
অপরূপ সে দেখতে লাগে মুক্তো রাশি ঝরে।
আকুল হয়ে দেখতে থাকি রূপের রানি এ যে
হৃদয় মাঝে গোপন সাজে সাজিয়ে রাখি সে যে।
নয়ন ভরে হৃদয় দিয়ে দেখেছিলাম যাকে
হঠাত্ করে মেঘেরা এসে আড়াল করে তাকে।
আপন মনে বেঘোর ঘোরে মুচকি হাসি আসে
স্বপ্ন যেন দেখছি চোখে মন হৃদয়ে ভাসে।
গোলাপ ঠোঁটে মধুর হাসি মনকে ছুঁয়ে যায়
আকুলতা যে বাড়তে থাকে পরীর পানে ধায়।
ফাগুন বায়ে উড়ছে কেশ রূপকথার পরী
ভালোবাসায় সিক্ত হই জড়িয়ে তাকে ধরি।
আকাশ তারা হাসছে দেখে প্রেমের পরিণয়
আনমনা সে জোছনা মেখে আশঙ্কাতে নয়।
দুটি হৃদয় এক হয়েছে একটু খানি ছুঁয়ে
অকাতরে সে ছড়ায় আলো কালিমা যায় ধুয়ে।