ক্যাফে কাব্যে সন্ধ্যা দত্ত

আমার সুর
একজন পূর্ণ দৃষ্টিহীন।
অপর জনের দৃষ্টি ক্ষীণ।
একে অন্যের সাহারা হয়ে,
ওদের জীবন যাচ্ছে বয়ে।
অভাব, অভিযোগ থাকেই।
তবু হাতটা ধরে আছেই।
আলগা করেনি বাঁধনটা।
বাজেনি দূরত্বের সুরটা।
তথাকথিত শিক্ষার আলো,
আনেনি জীবনে শুধু কালো।
জীবনের আলোতে এগিয়ে,
চলে জীবনের গান গেয়ে।
আমার গানের সুর ওরা।
ওদের সকল তানে ভরা।
সেসব সুরে গান গাওয়া,
সরগম সব শিখে নেওয়া,
সহজ কাজ যদিও নয়।
শেখাটা প্রয়োজন নিশ্চয়।
ওই সুরে তে বাজালে বাঁশী,
আসবে সকল আলো খুসি।
পূর্ণতা পাবে জীবন জানা,
বেজে উঠবেই রম্যবীনা।
সেই সুরের ই ঝর্ণা ধারা।
আনবে নব রসের ধারা।