কবিতায় পদ্মা-যমুনা তে সৌমেন দেবনাথ
by
·
Published
· Updated
অকৃপণতা
বারুদ স্তূপে এক টুকরো কণা অগ্নি-ফুলকি
রূপ নেয় দাবানল,
সেই অগ্নি স্ফূলিঙ্গে একত্রিশ বছর স্নান করছি
অঙ্গার হয়ে গেছে অঙ্গ,
অথচ বেঁচে আছি।
স্বপ্নগুলো পঁচে যাচ্ছে ক্রমাগত,
রঙিন পথে চলি ফ্যাকাশে চিন্তায়,
নিত্য গলদঘর্ম করি, তবুও জিহ্বা সুস্বাদু বঞ্চিত,
শুধু দেখি অন্যের স্বর্ণদ্বীপ্যমান জীবন
আক্ষেপের খেয়া দোলে ডোবে অতলে
তবুও হাসি, অমলিন হাসি…
শেষটুকুন দিয়েও আগলে রাখি পরিবার পরিবেশকে।
মাছের আঁইশের মতো শরীর থেকে খসছে কিছু
হয়ে গেছি সরু রোগা পটকা বৃক্ষ,
অথচ বাতাস বিলাচ্ছি-
লোকে বলে অকৃপণ আমি।