কবিতায় বলরুমে সুজাতা দে

পালক
প্রথম প্রেমে পড়লেই মন হয়ে যায় উড়ু উড়ু।
হাল্কা পালক হয়ে ভাসে সবখানে।
ভাসে আনন্দে,ভাসে আবেগে,
ভাসে উচ্ছ্বাসে,ভাসে আকাশে,ভাসে স্বপ্নে।
তুমিও কি পড়েছো প্রেমে?
বিরহে কাটানো রাত
যতোই বড়োই হোক,ভারী হোক,
প্রেমপিয়াসী মন- এক নিমেষে উড়ে যায়
পালকের মতো, প্রেমাস্পদের কাছে।
বিরহ যাপনে থেকেছো কোনোদিন?
মৃত্যুকে জয় করতে শিখলে; তবেই-
দেহদানের অঙ্গীকার করা যায়।
নশ্বর দেহ তখন হয়ে যায় হাল্কা পালক।
উদাসীন,যুক্তিহীন,তর্কবিহীন, মায়া-বন্ধনহীন
এক অবিনশ্বর অনাবিল আনন্দস্ফুরণ।
এক ফুৎকারে যা উড়িয়ে দিতে,
নেই বাধা,নেই মানা।
তোমার-আমার অনুভবেও আসবে কি এমন অমৃতধারা?