সাতে পাঁচে কবিতায় শিপ্রা দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
প্রতীক্ষায়
তোমার প্রতীক্ষায়,
পথ প্রান্তে বট বৃক্ষের মতো অনন্ত কাল ধরে
দাঁড়িয়ে।
অনড় বিশ্বাসের প্রদীপ হাতে
রাতের আঁধারে একলা ঘরে।
তোমার প্রতীক্ষায়,
হারিয়ে যায় ব্যস্ত বিকেল বিরামহীন প্রহর।
পাখির ডাকে রাত শেষ হয়ে কতো হয় ভোর
কতো ফাগুন চলে যায়,
হৃদয়ের আকুলতা বাড়ে বসন্তের আগুন ফুলে
শীতল ঠোঁটে উষ্ণ সুখের পাখা মেলে
প্রতীক্ষায়,
আজো হৃদ অঙ্গনের দুয়ার খোলা
শান্ত নদীর বুকে উথালপাথাল ঢেউয়ের স্রোত
প্রতীক্ষার বেলা অবেলায়
শীতল জল অশান্ত হয়
উষ্ণতা চায় প্রেমের খেলায়।
তোমার প্রতীক্ষাতে
নোঙর খুলে শূন্য তরী ভাসাই
মাঝদরিয়ায় আকুলপাথার খুঁজি।
আলোকবর্ষ ধরে নির্ঘুম যামিনী যায় কাটে
অস্থির শরীর ছুঁয়ে।
কবে হবে এই প্রতীক্ষার অবসান
কবে আসবে রাত কেটে ভোর
হবে না কি শেষ!
প্রতীক্ষার প্রহর
তবু রইবো অনন্তহীন প্রতীক্ষায় শূন্য হৃদয় নিয়ে
অসীম আকাশ জুড়ে বিরহী মেঘ অভিমানে।