|| নারীতে শুরু নারীতে শেষ || বিশেষ সংখ্যায় সুজাতা দে

নারী দিবসে শেখো

নারী নারী বলছি আবার ওই পুরুষের চোখ ঢাকি
অনেক ব্যথা সয়ে নারী তবেই দুর্গা সেজে থাকি।

নারীর আকাশ নারীর বাতাস এক নারী-ই শুধু বোঝে
করতে ছোটো পুরুষ শুধুই দোষ ত্রুটি আর ভুলকে খোঁজে।

আগে, প্রথম – প্রাধান্যটা সেই মায়ের কাছেই শেখা;
তবু্ও পুরুষ বিপদকালীন নারীর তুলছে কপাল রেখা।

শোষণ পীড়ন অত্যাচারে নিভছে বাতি সংসারের
বলাৎকারের বীভৎসতায় পুড়ছে যোনি সে-ই মায়ের।

ধারণ পালন করছে নারী নুন খেয়ে গুণ গাইবে কি?
ভালোবাসায় হাতটা ধরে নারীর ভুবন ছাইবে কি?

হার জিৎ ভুলের খাতায়; প্রাধান্যকে বাড়তে দিলে..
নারী-পুরুষ; পুরুষ-নারী, লড়াইটাকে ফেলো গিলে।

পুরুষের কাজ;নারীর এ-কাজ এমন কথা ভুলতে হবে,
নারীরা তার মানকে পেলে সেই সমাজই এগোয় তবে।

পুরুষ পুরুষ বলতে পারি সেই পুরুষই সেরা বীর-
নারীও নয় পুরুষও নয় “মানুষ” আগে ভাবছে শির।

নারী পুরুষ সমান সমান ভাবো এবার বিভেদ ভোলো;
অগ্রগতির শিখর জুড়ে নারীর হাসিমুখকে খোলো।

সমাজ এগোয় ধারক-মূলে এই কথাটা যেওনা ভুলে;
নারীদিবস শিখিয়ে দিল সোহাগ আদর দরজা খুলে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।