কবিতায় সুজাতা দে
by
·
Published
· Updated
একবার বলো ভালোবাসি
ছায়া দেবে বলে ডেকে এনেছিলে
অবসাদ রোদ ঢেলে দিলে আঁচলে
তবে ফের ফিরে আসা যাবে কি?
কথা রাখার দায় কি একা আমার!
হাসিতে ভরাবে খুশি; যতো না পাওয়া-
কিছুই তো রাখোনি মাপ-পরিমাপে
তলায় ফেলেছো কলস ভরা প্রেমজল
এতোটুকু রাখোনি বাঁচিয়ে তৃষ্ণায় আজ!
মায়ায় জড়াবো খুব বলেছিলে যদি..
ভুল ভ্রম ভেবে বাঁচো কোন সুখে?
বসে মুখোমুখি; চোখে চোখে চাও
বাকি কিছু রেখেছো কি শূন্যতায়!
তিতির পাখিটা আজো বুকে বাসা বাঁধে
দাঁড়ে বসে; এলোমেলো সুরে ডাকে
ভালোবাসা শেষ হয় নাকি; তবু,
মনে মনে বলি; বাসি-ই ভালোবাসি।