গল্পে সুজাতা দাস
সবটাই মস্তিষ্ক
ভালোবাসা শব্দটার মানে আছে কী? বলেছিল অংশু। সমিত হেসেছিল শুধু, বলেছিল ওটা অনুভব, অনুভূতির। তারপর বলেছিল সমস্তটাই মস্তিষ্কের খেলারে অংশু, যেটাকে আমরা “মন” বলে থাকি। হৃৎপিণ্ডের কাজ হলো পাম্পিং স্টেশনের মতো, সবটাই আসলে ব্রেনের সূক্ষ্ম কারিগরী। আমাদের আবেগে ভাসিয়ে যেমন চোখের জল ফেলায়, আবার প্রচন্ড রাগে মানুষ খুন করায়— যেমন অনেক ভালোবাসা আমাদের আপ্লুত করে, তেমন প্রচন্ড ঘৃণায় সরে যেতেও সাহায্য করে। তো কার ভালোবাসায় পাগল তুই! শুনি একবার, জিজ্ঞাসা সমিতের অংশুকে—। রুধিরা বলল, অংশু… চমকে উঠলো সমিত, সে’যে তার ভালোবাসা— প্রচন্ড রাগে এক ধাক্কা দিল সমিত, অংশুকে- পরের দিন খবরের কাগজের হেড লাইন ছিল, “অংশুমান ব্যানার্জি” নামে আর্টস বিভাগের এক ছাত্রকে ক্যানেলের জলে ভাসতে দেখে, গ্রামবাসীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন ডাক্তার। তিনি সাঁতার জানতেন না, কেন ক্যানেলের ধারে গেছিলেন জানা যায়নি— পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে।।