কবিতায় বলরুমে সুজাতা দে

অলিখিত
আকাশ উতল;ঝিম ধরা রোদ-সন্ন্যাসী মেঘ ঢাকে,
আল্লারাখার বিবর্তনে; নদী ব্যথাঢেউ বুকে আঁকে।
অভিমান-ঝড়ে পারদের আকাশসীমা ছুঁয়ে যাস..
গোপন মেঘে বৃষ্টি নামে তোর গল্পে ভেজাই নীল বাতাস।
বুনি ভালোবাসার মায়াজাল ফোটে সন্ধ্যামালতী ফুল..
হাতে হাত মেলাই তবুও খুঁজে ফিরি পারস্পরিক ভুল।
লিভ-ইনে বেশ যায় যে থাকা দায়িত্বপাঠ চুকেবুকে;
অনাগত হল আগামী প্রজন্ম ভোগসুখ দিল রুখে।
মাতাল হাওয়ায় ফুলছে পাল; দুলছে তরী, শর্তগুলোও ধার্য..
পীরিত-কলায় বাহানা থাকুক; তবু বৃষ্টিপাত অনিবার্য।