T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় রাজু রোজারিও

একুশের চেতনায় সোনার বাংলা

ইতিহাসে একটি শব্দ, অনন্য তারিখ ‘একুশ’।
মাতৃভাষার জন্য আন্দোলন, ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’।
জন্মের পর ‘মা’ ডাক যে ভাষায়, তাই হোক রাষ্ট্রভাষা
শুরু হলো ফিসফাস, দানা বাঁধলো আন্দোলন
সারাদেশ হলো কম্পিত। বিশ্ববিদ্যালয়ে শুরু মিছিল।
এলোমেলো গুলিতে সালাম বরকত রফিক, জব্বার
লুটিয়ে পরলো মাটিতে ধূলাতে, বর্ণমালা প্লাকার্ড হাতে,
রাজপথ রক্তে রন্জিত, দেহগুলো হলো নিথর নিস্তব্ধ, শ্লোগান থেমে গেল কিছু মূহুর্তের জন্য।
আবার চারিদিক উদ্দীপ্ত শ্লোগানে মুখরিত,
মাতৃভাষার হলো জয়, ভূখন্ডের রাষ্ট্রভাষা হলো বাংলা সমৃদ্ধ হলো চিন্তা, স্বপ্ন, চেতনা, ভালবাসা ও দেশপ্রেম
স্বাধীন ভূখন্ডের স্বপ্ন বুনন, আরেকটি যুদ্ধের প্রস্তুতি।
শহীদের লাল রক্তে দৃঢ় প্রত্যয়, ভালবাসায় মা ডাক
ছাত্র আন্দোলন, ১৯৬৯ কিংবা ৭১, এমনকি ২০২২
ভিত্তি ১৯৫২, বসন্তে লাল কৃষ্ণচূড়ায় রাঙিয়ে একুশ।

সালাম বরকত জব্বার ফিরুক প্রতিদিনের চেতনায়
বিবেকের কাছে প্রশ্ন আকাশ বাতাস প্রকম্পিত!
হে বঙ্গ সন্তান, সোনার বাংলা বিনির্মানে কি করছো?
প্রশ্নে অসহায়, নিরুত্তর বিবেক অবনত হয় লজ্জায়।
উদাস মন দূরে তাকায়, উড়ে চলে বসন্তের কোকিল
তারা ঘরে ফেরে। আমাদের স্বপ্নগুলো উদ্দেশ্যেহীন
চলছে নিরুদ্দেশ, অজানায় স্বপ্নহীন, লক্ষ্যহীন।
১৯৭৫ জাতি পিতা হারিয়ে মেরুদণ্ড বিহীন অসহায়
তবু স্বপ্ন লালনে যুদ্ধ অবিরাম, লক্ষ্য সোনার বাংলার।

এখনো কত অপুষ্ট শিশু, মায়ের কোলে বাঁচতে যুদ্ধ করে
শিশুরা ব্যাগ খাতা কলম খুঁজে স্কুলে যাওয়ার স্বপ্ন দেখে
অঝোরে কেঁদে লিপ্ত হয় শিশুশ্রমে, কিংবা বাল্যবিবাহে।
নষ্ট বিবেকের কষ্ট নাই, হাহাকার আছে, সত্যতা নাই, সুষ্ঠুতা নাই, সব গেছে পঁচে, হৃদয় আজ দুর্গন্ধ ডাষ্টবিন।
ঘুষ, রাহাজানি, দূর্নীতি এসব যেন মস্ত বড় ডাকাতি
চলে হেসে খেলে নিংসকোচে, খামে অথবা অনলাইনে,
মূল্যবোধ আজ ভূলন্ঠিত, শুধুই দৌড় টাকা টাকা টাকা।
কেউ ভিক্ষায় পাঁচ টাকা, কারো ব্যাংকে সহস্র কোটি
আবার মাথাপিছু আয় কত কত বেশি, ঢেকুর তৃপ্তির!

আসুন সকলে, গোল হয়ে বসুন সকলে, হাতে হাত রাখুন
একুশের চেতনায় শপথ নিন, স্বাধীনতার আলো ছড়াক। দূর্নীতি বন্ধ হোক, ঘুষের খাম অনলাইন সব পুড়ে যাক উন্নয়ন বরাদ্দের সুষ্ঠ কার্যকরী ব্যবহার নিশ্চিত হোক।
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা পাক যথাযথ জন
সকল হাড়িতে ভাত, আমিষ আর সুষম খাবার থাকুক।
সকল শিশুর পুষ্টি আসুক, স্বাস্হ্য সেবা নিশ্চিত হোক
স্কুলে যাক সকল শিশু, স্কুল থেকে কেউ না ঝরে যাক
বাল্যবিবাহ বন্ধ হয়ে মেয়েশিশুর মুখে হাসি আসুক।
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় উচ্ছলতায় মুখরিত হোক।
ইভটিজিং, যৌন আর শারীরিক অনাচার নিপাত যাক
সকল শিশু থাকুক নিরাপত্তায়, আনন্দে সুষ্ঠু মননে।

জীবন চলুক মানবপ্রেমে, অসাম্প্রদায়িকতায় মিলেমিশে
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের দৃপ্ত শপথে, আন্তরিক প্রচেষ্টায়, সততায়, নিষ্ঠায় আর
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশের চেতনায়।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।