গদ্যানুশীলনে সুপর্না সেন

ফিনিক্স পাখি
চারিদিকে শুধু রক্ত, চলছে গোলাগুলি আর বারুদমাখা সভ্যতার পোড়াগন্ধ, ক্ষুন্ন করছে সম্প্রীতি, তলিয়ে যাচ্ছে সংস্কৃতি, ভালো লাগা, মন্দ লাগা, তার চাহিদা, তার আকাঙ্খা, সব কিছুই চাপা পড়ে থাকে নীরব যন্ত্রনার অন্তরালে, স্বাধীনতা শব্দটা তার কাছে হাস্যকর মনে তখন, স্বাধীনতা আসলে কি? একটা মৌলিক অস্তিত্ব নাকি মৌলিক চেতনার নাম স্বাধীনতা? আজো হায় নারীদের স্বাধীনতা লুপ্ত তবু কেন নারীদের যন্ত্রনা সুপ্ত???
রামায়নে উপেক্ষিতা, নারী তুমি সর্বংসহা, বাঁচাও তোমার অস্তিত্ব, বাঁচাও তোমার নারীত্ব।।
অমানুষের দল খুন ধর্ষন করছে লাগাতার, নয় থেকে নব্বই নারী হচ্ছে এর শিকার, ধর্ষনের ওই আর্তনাদে কেঁদেছে কোটিপ্রান, পথের ধুলোয় লুটিয়েছে মা বোনের সম্মান। যতদিন তুমি নীরব রবে শত অভয়া,শত নির্ভয়া অত্যাচারের শিকার হবে, ভুলে যাও তোমার পরিচয় সব, বিজয়রথের সারথি হয়েই মুছে ফেলো সব ক্ষোভ। নারী তুমি অস্ত্র তোলো, একজোট হয়ে তোলো জয়ের হাত, ছিনিয়ে আনো অস্তিত্ব, সম্মান, সম্ভ্রম আর নিজেদের অধিকার, আমরা নারী গড়তে পারি, লড়াই করে জিততে পারি, ফিনিক্স পাখির মতো আনতে পারি সফলতা, বিজয় রথের সারথি হয়েই আনবো স্বাধীনতা ।।